Header Ads

Seo Services

বিশ্বকাপ ফাইনাল: ইতিহাস হয়ে আছে যা

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামছে আজ। ২৩ বছর পর বিশ্ব পাচ্ছে নতুন চ্যাম্পিয়নকে। কেইন উইলিয়ামসন থেকে শুরু করে এউইন মরগান, লকি ফার্গুসন থেকে শুরু করে জফরা আর্চার, জনি বেয়ারস্টো থেকে শুরু করে রস টেলর, জেসন রয় থেকে শুরু করে মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট থেকে শুরু করে ক্রিস ওকস— যে কোনো একজনের অতিমানবীয় পারফরম্যান্সে ঘুরে যেতে পারে আজকের ম্যাচ। আগের বিশ্বকাপ ফাইনালগুলিতে এমন কিছু পারফরম্যান্স বা মুহূর্তই দেখে এসেছে ক্রিকেট বিশ্ব, যা গোটা ফাইনালের গতিপথই বদলে দিয়েছিল। কে জানে আজও হয়তো রচিত হতে যাচ্ছে এমন কোনো ইতিহাস...
ইতিহাস হাতছানি দিচ্ছে দুই দলকেই। ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মধ্যে যে দলই জিতুক না কেন, প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরবে মাথায়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য দুটি দলই তাকিয়ে থাকবে নিজের কোনো এক খেলোয়াড়ের কাছ থেকে অসাধারণ কিছু একটার প্রত্যাশায়। সেই ‘কিছু একটা’ পুরো ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেয়, ম্যাচের ফলকে নিয়ে আসে নিজেদের নিয়ন্ত্রণে। ১৯৭৫ সাল থেকে এমনটাই দেখে এসেছে বিশ্ব। প্রতি ফাইনালেই এমন কিছু পারফরম্যান্স বা মুহূর্ত ছিল, যা পুরো খেলার খোলনলচে বদলে দিয়েছে। আবার কিছু ভুলও হয়ে যেতে পারে কোনো খেলোয়াড়ের সারা জীবনের আক্ষেপ।

No comments:

Powered by Blogger.